ওসমান হারুনী : জামালপুরের মেলান্দহে কেয়া এন্টারপ্রাইজ ওয়াল্টন কোম্পানির পার্টনার শো-রুমের ডিজিটাল ক্যাম্পেইন মিলিয়নিয়ার অফার উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১৫ মে সকালে মেলান্দহের টনকি বাজার ওয়াল্টন শো-রুমের আয়োজনে শো-রুম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে শো-রুমে এসে শেষ হয়। এসময় ওয়াল্টন কোম্পানি পার্টনার শো-রুম মেসার্স কেয়া এন্টারপ্রাইজ এর পরিচালক মেহেদী হাসান, ব্যবস্হাপনা পরিচালক কাজল মিয়া, ম্যানেজার মোমিন মিয়া,সহকারী ম্যানেজার মিস্টার জামিলসহ গ্রাহক, টিফিনের সময় স্হানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে মেধাবী শিক্ষার্থীদের প্লাস্টিকের কোর্ট ফাইল ও সবার মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয় এসময় ওয়াল্টন কোম্পানি পার্টনার শো-রুম মেসার্স কেয়া এন্টারপ্রাইজ এর ব্যবস্হাপনা পরিচালক কাজল মিয়া গ্রাহকের উদ্দেশ্য বলেন, গ্রাহকের সেবা সুবিধার্থে আমরা উপজেলা পর্যায়ের মতো ইসলামপুর-জামালপুর মহাসড়কের পাশে টনকিবাজারে ওয়াল্টন কোম্পানি পার্টনার শো-রুমটি নিয়ে এসেছি। যেটি হওয়ার কথা বিভাগীয় ও জেলা শহরে। এখান থেকে আপনারা নগদ ও সহজ কিস্তিতে ওয়াল্টন কোম্পানির ফ্রিজ,এসি,টিভি,ওয়াশিং মেশিন,মোবাইল,ফ্যান ও সকল প্রকার হোম এ্যামপ্লায়েল ইলেকট্রনিক্স পণ্য খুচরা ও পায়কারী এবং সজ কিস্তিতে বিক্রয় করা হচ্ছে। বর্তমানে ওয়াল্টন কোম্পানির পার্টনার শো-রুমের ডিজিটাল ক্যাম্পেইন মিলিয়নিয়ার অফার চলছে। শর্তসাপেক্ষ পণ্য কিনলেই রয়েছে লক্ষ লক্ষ টাকা ক্যাস ভাউচারসহ কোট কোটি টাকার নিশ্চিত।
মেলান্দহে টনকি বাজার ওয়াল্টন কোম্পানির পার্টনার শো-রুমের বর্ণাঢ্য শোভাযাত্রা
