মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তপন চন্দ্র বসাক (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববা র ১৮ মে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মেলান্দহ উপজেলার বীর হাতিজা বুরুঙ্গীবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। নিহত তপন বসাক জেলার ইসলামপুর পৌর শহরের ফকির পাড়া এলাকার ধরণী চন্দ্র বসাকের ছেলে। স্থানীয়রা জানায়, ভুরুঙ্গাবীল এলাকায় ভারসাম্যহীনভাবে তপন বসাক রেল লাইনের পাশ দিয়ে হাটছিলেন। এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কম্পিউটার ট্রেন তপন বসাককে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে তপন বসাকের ঘটনাস্থলেই মারা যায়। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করে। নিহতের ছোট ভাই স্বপন চন্দ্র বসাক বলেন, কিছুদি ধরে বড় ভাই মানসিক রোগে ভুগছিলেন। সকালে বাড়ী থেকে বের বের হন। ৩টার দিকে খবর পাই আমার ভাই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেলান্দহে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত
