মেলান্দহে দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে মেলান্দহ উপজেলা বিএনপি। গত রোববার ১৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।মেলান্দহ উপজেলাবিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরার ষড়যন্ত্র এ দেশে আর সফল হবে না। সনাতনী ধর্মের ভাই-বোনেরা যাতে নির্বিঘ্নে শারদীয়দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাকাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আগামী দিনে সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশগড়ে তুলবো।এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তাবিনিময় করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মতবিনিময় সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সিনিয়রসহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আইনজীবি মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল বাবু, সাধারন সম্পাদক শ্রী সুবোধ চন্দ্র অধিকারীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। পরে উপজেলার ২২টি মন্দিরের সভাপতির হাতে মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল আর্থিক সহায়তা তুলে দেন।