আব্দুল হাই : জামালপুরে মেলান্দহ উপজেলার ০৪নং নাংলা ইউনিয়ন আওতাধীন চারাইলদার গ্রামের মরহুম ইয়ানুজ আলী’র ৪ ছেলের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। সরজমিনে,আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের নিকট থেকে জানা যায়,গত ২৭ ল-২০২৫ ইং বৃহস্পতিবার মাগরিব নামাজের পর মূহুর্তে বিদ্যুৎ সার্কিট বিস্ফোরন থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানায়। মরহুম ইয়ানুজ আলী’র বড় ছেলে মোঃ রাসেল (৩৫),মোঃ আশরাফ (২৬),মোঃ জসিম (২৪)ও মোঃ লিমন (২২) সর্ব পিতা মৃত ইয়ানুজ আলী।আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার থেকে জানা গেছে, তাদের ৪(চার) ভাইয়ের বসতঘরের যাবতীয় আসবাবপত্র,স্বর্ণ অলংকার,৮০ হাজার টাকা ও ৪০০(চারশত)মন ধান আগুনে পুড়ে ছাই হয়েছে। ৪ ভাইয়ের আনুমানিক ৬০/৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পার্শবর্তী উত্তরের বসতঘর আমিনুল ইসলাম ও দক্ষিনে আব্দুল হাকিমের বসতঘর আগুন না লাগলেও প্রায় লাখের বেশি ক্ষতি হয়েছে।পহেলা মার্চ শনিবার দুপুরের পর অত্র ইউনিয়ন পরিষদ’র সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা ও প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মহোদয় দ্বয় আগুনে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন ও সরকারি অনুদানের আশ্বাস প্রদান করেন।প্রতিবেশীরা জানায়,৪(চার) ভাইয়ের বসতঘরের কোন কিছু বের করা সম্ভব হয়নি,সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মেলান্দহে নাংলা ইউনিয়ন আওতাধীন চারাইলদার গ্রাম ‘প্রবাসী লিমন’দের’ বসতঘর আগুনে পুড়ে ছাই
