আব্দুল হাই : “প্রাণিসম্পদে ভরবোদেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের মেলান্দহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় মেলান্দহ উপজেলার মুক্ত মঞ্চে মেলার মাঠ থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে মেলান্দহ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও সদস্য সচিব ডাঃ মোঃ আতিকুর রহমান এর সঞ্চালনায়, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: ইউনুস আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল ফয়সাল, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসমত উল্লাহ হাশেম প্রমূখ।অনুষ্ঠানের তদারকিতে ছিলেন ডা: শাহাদাৎ হোসেন সোয়াদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, মেলান্দহ এবং বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মেলান্দহ, জামালপুর। অনুষ্ঠানে অতিথি মহোদয়ের সকল স্টল পরিদর্শন শেষে খামারিদের প্রতি অনুপ্রেরণামূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
Related Posts
বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু স্মরণে আলোচনা সভা ও কবিতা উৎসব
- AJ Desk
- July 7, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ও গীতিকার নজরুল ইসলাম বাবু স্মরণে আলোচনা সভা […]
বকশীগঞ্জে পাহাড়ি জনপদে রাস্তার ঢালাই কাজ উদ্বোধন
- AJ Desk
- November 14, 2024
জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী গারো পাহাড়ি জনপদে “উন্নয়ন সহায়তা প্রকল্পের” আওতায় […]
জামালপুরে একটি সংস্থার কার্যালয় থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রদান!
- AJ Desk
- June 30, 2024
নিজস্ব সংবাদদাতা ; জামালপুরে একটি সংস্থার কার্যালয় থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রদান করার ঘটনা ঘটেছে। […]