মেলান্দহে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ আজিমের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে নদীতে গোসলে নেমে আজিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১৩ মে বিকেল ৪ টার দিকে উপজেলার হরিপুর পাথালিয়া এলাকায় মাদারদহ নদীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত আজিম ওই এলাকার মোঃ সাদা মন্ডলের ছেলে। সে স্থানীয় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে আজিম তার প্রতিবেশী বন্ধু সিদ্দিক (৮) ও কাউসারের (৭) সঙ্গে বাড়ীর পাশের মাদারদহ নদীতে গোসলে নামে। এ সময় আজিম সাতার না জানায় নদীতে ডুবে যায়। পরে তার বন্ধু সিদ্দিক ও কাউসারের ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দুই ঘন্টা পর অচেতন অবস্থায় আজিমকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজিমের চাচা রেজাউল করিম জানান, বিকেলে আজিম তার বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। আজিম পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে খোজাখুজি করে আজিমের মরদেহ উদ্ধার করা হয়। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা ইয়াসমিন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে শিশুটিকে ইসিজি করে মৃত ঘোষণা করা হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আজিম নামে একজন শিশু পানিতে ডুবে নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।