আব্দুল হাই : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর বুধবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী পৌর বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি মেলান্দহ উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবলিক হল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি, জামালপুর -৩ আসন মেলান্দহ – মাদারগঞ্জের প্রাণ প্রিয় নেতা বিএনপির এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ তালাদ মাহমুদ,মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান ঠান্ডা, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাষ্টারসহ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মেলান্দহে বিএনপির বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
