মেলান্দহে বিএনপি’র হামলায় জামাত নেতা আহত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বিএনপি’র হামলায় জামাত নেতা মাও. রবিউল ইসলাম (৪০) আহত হয়েছে। তিনি ইমামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় মেলান্দহ উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি মাও. ওমর ফারুক বাদি হয়ে এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ৭ নভেম্বর দিবাগত রাত ৯টার দিকে বিক্ষুব্দ জামাত ও শিবিরের কর্মীরা মেলান্দহ বাজারে বিক্ষোভ মিছিল করেছে।জামাত নেতা শরাফত আলী ফারাজী জানান, গত ৭ নভেম্বর বাদ মাগরিব পাছ পয়লা জামে মসজিদে জামাতের কর্মীদের আলোচনা চলছিল। এ সময় মাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউল হক সোহেল (৩২) ও তার দলবল নিয়ে মসজিদে হামলা চালায়। হামলায় ইউনিয়ন জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও. রবিউল ইসলামের পা ভেঙ্গে যায়। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরো বলেন, মাস খানেক আগে বিএনপি’র ৩০/৪০ জন লোক জামাতে যোগদান করায় এই হামলা চালানো হয়। মাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তয়বুর রহমান সাংবাদিকদের বলেন, যতটুকু জেনেছি, জামাত নেতাদের মসজিদে কর্মী সমাবেশ করতে বারণ করা নিয়ে হট্রগোলের সৃষ্টি হয়। অভিযুক্ত সোহেল ইউনিয়ন বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক এবং পাছ পয়লা জামে মসজিদ কমিটির সহসভাপতি জানান-মসজিদে কোন রাজনৈতিক আলোচনা চলবে না। ইতোপূর্বে মসজিদে জামাতের কর্মী সমাবেশ করেছে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করেছে। উপজেলা জামাত আমির ইদ্রিস আলী মিলিটারি জানান-নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে ওই মসজিদে আলোচনা ছিল। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-এ ব্যাপারে রাতেই লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন এবং আইনী প্রক্রিয়ার মধ্যে আছে।