মেলান্দহে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আব্দুল হাই : জামালপুরের মেলান্দহ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পাালনের লক্ষ্যে “জাতীয় শ্রমিক লীগ” মেলান্দহ উপজেলা শাখা ও পৌর শাখা যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন “মুক্ত মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ২টি পৌর সভার সকল স্তরের শ্রমিকদের অংশ গ্রহণ আনন্দ মিছিল উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বর থেকে বের হয়ে,মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক, কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন মুক্ত মাঠে উপজেলা জাতীয় শ্রমিক লীগ’র সভাপতি” সেলিম রেজা খানের” সভাপতিত্বে শ্রমিকের শ্রমের অধিকার আদায়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ” উপজেলা শাখা সাধারন সম্পাদক রন্জু মোল্লাহ’র উপস্থাপনায় মুক্ত মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে শ্রমিকের অধিকার নিয়ে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক ভিপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে শ্রমিকের দাবি ও শ্রমিক অধিকার নিয়ে বক্তব্য রাখেন-পৌর আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ,জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান সুজন এবং পৌর শ্রমিক লীগ সভাপতি রবিজুল ইসলাম ও চরবানিপাকুরিয়া ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি আমিনুর প্রমুখ।