নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বিলের পানিতে মাছ ধরতে নেমে ইয়াছিন মিয়া (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ১৮ আগস্ট বিকেল ৫টার দিকে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন মিয়া ঝাউগড়া ইউনিয়নের শেখসাদি মধ্যপাড়া আব্দুল হাই মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে বাড়ী থেকে মাছ ধরার জন্য রৌমারি বিলে যান ইয়াছিন মিয়া। বিলে নৌকা দিয়ে মাছ ধরার সময় সে অল্প পানির মধ্যে পড়ে হঠাৎ ডুবে যায়। স্থানীয়রা নৌকায় ইয়াছিনকে না দেখে নৌকার কাছেই পানি থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আজহার মিয়া বলেন, নৌকা নিয়ে মাছ ধরার জন্য বিলের মধ্যে গেলে সে নৌকা থেকে পানির মধ্যে পড়ে যায়। আশেপাশের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে ইয়াছিনে লাশ বাড়ীতে নিয়ে আসে। সে মৃগী রোগে আক্রান্ত ছিলো।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, নিহত ইয়াছিন মৃগী রোগী ছিলো বলে জানিয়েছে তার স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মেলান্দহে রৌমারি বিলে মাছ ধরতে নেমে একজনের মৃত্যু
