মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক গতকাল বুধবার বিকেল ৪ টায় মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব একেএম ইহছানুল হক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মহিষবাথান আরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, বিটিভির অনুষ্ঠান পরিচালক ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের যুগ্ম মহাসচিব আব্দুল লতিফ রেজা, এসএমসির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোমেন, স্বরকলার সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, জেলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, মাহমুদপুর বিএনপি’র সম্পাদক মাহবুবুর রশিদ বাবলু, প্রস্তাবিত আগ পয়লা হাই স্কুলের সভাপতি লুৎফর রহমান লিটন, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সম্পাদক ফজলুল করিম প্রমুখ। অনুষ্ঠান শেষে এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি ওইদিন একই এলাকায় নলছিয়া বানাবান্ধা মাদ্রাসা মাঠে রক্তদান কর্মসূচির উদ্ধোধন করেন। বিশিষ্ট দানবীর আব্দুল জলিল জান মাস্টার, জেলা প্রেস ক্লাবের সম্পাদক শুভ্র মেহেদী (ডিবিসি/বাংলাদেশ প্রতিদিন), রক্তের বন্ধন সভাপতি হাসান আলী, কার্যনির্বাহী সদস্য এনটিভির সাংবাদিক আসমাইল আসিফ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোত্তাসিম বিল্লাহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে সমাবেশ ও রক্তদান
