ইসলামপুর সংবাদদাতা : জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্র“ভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্র“পের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী মেলান্দহ মডেল মসজিদ এন্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে কৃষি বিভাগের সেবা সমূহ যথাযথভাবে কৃষকদের মাঝে নিশ্চিত করার লক্ষ্যে মেলান্দহ উপজেলার দুরমুঠ, কুলিয়া, মাহমুদপুর ও শ্যামপুর ইউনিয়নের কমিউনিটি মার্কেট এজেন্ট, নির্বাচিত নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কিশোর-কিশোরী, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন বাস্তবায়নকারী গ্র“পের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের কমিউনিকেশন, ডকুমেন্টেশন এন্ড এডভোকেসি স্পেশালিস্ট মোঃ কাওনান মুরছালিন, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান প্রমুখ।
মেলান্দহে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন বাস্তবায়নকারী গ্র“পের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ
