মেলান্দহে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল হাই : মেলান্দহ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং ‘সমবায়ীবৃন্দের যৌথ ‘আয়োজনে সারা দেশের ন্যায় মেলান্দহ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
“সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির স্মরণে উপজেলা ‘মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুফতি মাওলানা জুবায়ের হোসাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপজেলা সমবায় অফিসার ‘মোহাম্মদ আব্দুল মজিদ ভূইয়া সভাপতির ‘সুষ্ঠু-দায়িত্ব পালন করেন এবং উপস্থিত সুধী ও সমবায়ীবৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। ‘অনুষ্ঠিত জাতীয় দিবস স্মরণে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন-‘মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ ও জাগরণ মহিলা সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা সভাপতি শবনম মোস্তারী কাকলী প্রমূখ। উক্ত ৫৪ তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন-সাইফ উদ্দিন আহমেদ সবুজ।
গত শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় এ সময় উপজেলার ১১টি ‘ইউনিয়ন ও ২টি পৌর সভার ৪৮টি সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।