এম.এ.হাই ; মেলান্দহ উপজেলা সমাজ সেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে। উক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গত ০২(দুই)জানুয়ারি-২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ০৩টা পর্যন্ত” নানান সেবা মূলক কাজের মধ্য দিয়ে উল্লেখিত “দিবসটির সমাপ্তি” ঘটে। সকাল ১১টায় সারা দেশের ন্যায় “নেই পাশে কেউ যার- সমাজ সেবা আছে তার”এ প্রতিপাদ্য সামনে রেখে “ওয়াকাথন” করে উপজেলা সমাজ সেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের সকল দপ্তর কর্মকর্তা-কর্মচারী এবং “সুশীল সমাজের ব্যাক্তিবর্গ” উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে” কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত মুক্ত আড্ডায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর’র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান সাহেবের উপস্থাপনায় বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন-৭১’র বীর “মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ ও ৭১’র বীর “মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন,মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মোহাম্মদ রফিকুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, সাংবাদিক মোঃ আব্দুল হাই ও সাংবাদিক শাহ জামাল।এ ছাড়াও উপজেলার সুশীল সমাজের কয়েকজন সুধী ব্যাক্তি। এরপর মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তিকৃত অসহায় গরীব রোগীদের মাঝে পথ্য বিতরণ করা হয়। অসহায় গরীব রোগীদের মাঝে পথ্য বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প,প কর্মকর্তা ডাঃ গাজী মোহাম্মদ রফিকুল হক ও আবাসিক মেডিকেল অফিসার সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় গরীব রোগীদের হাতে আপেল,আঙ্গুর,কমলা,কলা,পাউরুটি ও ভয়েল ডিমে সজ্জিত পথ্য ঝুড়ি তুলে দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর।ফলে সজ্জিত ঝুড়ি বিতরণের সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প,প কর্মকর্তা ডাঃ গাজী মোহাম্মদ রফিকুল হক, আবাসিক মেডিকেল অফিসার সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related Posts
দেওয়ানগঞ্জে বিকল্প কর্ম সংস্থানের লক্ষে জেলেদের মাঝে ১৮ টি গরু বিতরণ
- AJ Desk
- May 18, 2024
খাদেমুল ইসলাম : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বিকল্প কর্ম […]
ইমামরাই পারেন মাদকাসক্তের বদলে যুবসমাজকে শুদ্ধ পথে নিয়ে আসতে-আবুল কালাম আজাদ এমপি
- AJ Desk
- March 26, 2024
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ -২০২৪ অর্থ বছরের ইমাম প্রশিক্ষণ একাডেমির অর্থায়নে জামালপুর জেলার প্রশিক্ষণ প্রাপ্তদের […]
ডাঃ মোহাম্মদ ফজলুল হককে জামালপুর এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতাল লিঃ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
- AJ Desk
- December 25, 2024
নিজস্ব সংবাদদাতা ; জামালপুরের শেখের ভিটায় অবস্থিত সুনাম ধন্য সেবাদান প্রতিষ্ঠান এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতাল […]