আবদুল হাই : গত ৮ অক্টোবর বুধবার জামালপুর জেলার মেলান্দহে থানার বাইকসেড ও বৈঠক খানার শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে এবং মেলান্দহ থানার অফিসার ও ফোর্স এর সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার মাদারগঞ্জ সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ভূইঞা, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, ওসি তদন্ত স্নেহাশীষ রায়, এস আই হুমায়ুন কবির, এসআই,আবদুল আজিজ, এসআই জ্যোতির্ময় সরকার মিশুু, এস,আই ত্রিদীব কুমার বীর, এস,আই সাজেদুল ইসলাম, এস,আই কামরুজ্জামান, এসআই রেজাউল করিম, এস,আই তারিকুল ইসলাম হিমন, এস,আই রফিকুল ইসলাম, এস,আই আবুল কালাম আজাদ, এস,আই জসিম, এস,আই মোস্তাফিজুর রহমান, এস,আই রাশেদুল ইসলাম, এ এস,আই রুবেল, এ এস,আই আল আমিন, এ এস, আই আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশের কল্যাণে দোয়া করা হয়।
মেলান্দহ থানার বাইকসেড ও বৈঠকখানার শুভ উদ্বোধন
