নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ১৬৭জন হতদরিদ্র পরিবারের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ভিডব্লিউবির সুবিধাভোগী বাছাইয়ের লক্ষ্যে শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে লটারী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর মহিলা বিষয়ক কর্মকর্তা উপ পরিচালক (চলতি দায়িত্ব) কামরুন্নাহার। মেষ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান মাসুদ, ইউপি সচিব মোঃ বজলুর করিম প্রমুখ। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা উপ পরিচালক কামরুন্নাহার বলেন স্বচ্ছতা বজায় রেখে সকলের উপস্থিতিতে ভিডব্লিউবির সুবিধাভোগী লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। তারা প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাউল দুই বছর পাবে। মেষ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান মাসুদ বলেন দূর্নীতি মুক্ত করার জন্যই আমরা সকলে মিলে লটারির আয়োজন করেছি। এখানে লটারির মাধ্যমে যারা ভিডব্লিউবি সুবিধাভোগী নির্বাচিত হয়েছেন তারাই যাচাই-বাছাইয়ের মাধ্যমে সুবিধা ভোগ করতে পারবেন।
মেষ্টায় ভিডব্লিউবির লটারি অনুষ্ঠিত
