যারা অন্যায়কে প্রতিরোধ করে তারা জাতীর শ্রেষ্ঠ সন্তান


ওসমান হারুনী : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম বলেছেন, যারা অন্যায়কে প্রতিরোধ করে তারা জাতীর শ্রেষ্ঠ সন্তান।তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা কেউ নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি না। আমাদের ঐক্যই আমাদের শক্তি। ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।” শনিবার বিকেলে ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জনতা মাঠে আয়োজিত বিশাল ইফতারপূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া বেগম, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, ইসলামপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম খান লোহানী ও ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান। ইসলামপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ মামুনুর রশিদ মিন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ মো. ওয়ারেস আলী, সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী, বেলগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ দানু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম লুলু, ইসলামপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে ইসলামপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অন্তত পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।