মোহাম্মদ আলী : বকশিগঞ্জ উপজেলা বিএনপিতে আব্দুর রউফ তালুকদারের বিকল্প নেই। দলের স্বার্থেই তাকে গুরুত্বপূর্ণ নেতৃত্বে রাখা প্রয়োজন, বলে দাবি বিএনপির নেতাকর্মীরা।
শনিবার, বকশিগঞ্জ উপজেলা এন এম হাইস্কুল মাঠে রউফ তালুকদার এর স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এক গণ সংবর্ধনায় বক্তৃতাকালে এমন দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, রউফ তালুকদার তার রাজনীতি জীবনের ৪০টি বছর বিএনপির সাথে কাটিয়েছেন। বিএনপি তার ধ্যান জ্ঞান। বিএনপি ও রউফ তালুকদার একে অপরের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। রউফ তালুকদার ব্যতিত বিএনপিকে ভাবা যায় না। তিনি উপজেলা বিএনপির প্রাণ। বিএনপির সকল নেতাকর্মীর তিনি অভিভাবক। সকল নেতাকর্মী তার ছায়াতলে নিরাপদ ও সুসংগঠিত। অতএব, বকশিগঞ্জ বিএনপির আগামী রাজনীতিতে দলের ঐক্য ধরে রাখতে ও এম রশিদুজ্জামান মিল্লাতের হাতকে শক্তিশালী করতে রউফ তালুকদার বিকল্প নেই।
এর আগে বকশিগঞ্জ থেকে প্রায় ২০ কিঃ মিঃ রাস্তা এগিয়ে এসে এক বিশাল মটরসাইকেল শোভাযাত্রায় রউফ তালুকদারকে বরণ করেন নেন কয়েক হাজার নেতাকর্মী ও তার ভক্ত অনুরাগীরা।
এদিকে বিএনপিতে যোগদান করার ব্যাপারে, বকশিগঞ্জ বিএনপির সাবেক সভাপতি ও চার বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান, জননেতা মোঃ আব্দুর রউফ তালুকদার বলেন, মানুষ যাকে ভালো বাসে তাকেই নেতা বানানো উচিৎ। দল যদি আমাকে চায়, আমাকে যোগ্য মনে করে তাহলে আমি এদলের একজন সদস্য হয়েও কাজ করতে রাজি আছি।