রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপিত

নিজস্ব সংবাদদাতা ; জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের এক পাঠকক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও বর্র্ষসেরা রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ। এ সময় তিনি বলেন, রক্তের বন্ধন মুমূর্ষু অসহায় মানুষের সেবায় নিয়োজিত। সময়ের সাথে সাথে রক্তের বন্ধন তার কার্যক্রমের পরিধি বৃদ্ধি করে শহর থেকে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত বি¯তৃতি করেছে। রক্তদানের চেয়ে মহৎ আর কোন দান হতে পারে না, তাই তিনি স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সংগঠনটিকে সার্বিক সহযোগীতা করার আহবান জানান। রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার এক বছরের পথচলাকে সাধুবাদ জানিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ায় অনুপ্রেরণা দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খেলানা রানী দেব, শিক্ষক সংসদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো: রেজাউল করিম, রক্তের বন্ধনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াসীন ইবনে মাসুদ, শিক্ষক সংসদের কোষাধ্যক্ষ প্রভাষক রবিউল ইসলাম, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমান, সহ সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক আলমগীর বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহীল কাফী নয়ন, অংশু ঘোষ, কার্যনির্বাহী সদস্য মারুফ, রাকিব, রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে কলেজ শাখার বর্ষসেরা রক্তদাতা হিসেবে শাকিল আহাম্মেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। গত এক বছরে ৪ বারসহ মোট ৯ বার রক্তদান করায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও কলেজ শাখার পক্ষ থেকে গত এক বছরে মোট ৪৮৭ ব্যাগ রক্তদান সম্পন্ন হয়েছে। পরে অতিথিবৃন্দ সবাইকে নিয়ে সংগঠনটির প্রথম বর্ষপূর্তির কেক কাটেন।