নিজস্ব সংবাদদাতা : জামালপুরে রক্তের বন্ধন ঝাউগড়া শাখার ইফতার, দোয়া মাহফিল ও নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেলান্দহের ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা বন্ধবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, উপদেষ্টা ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, উপদেষ্টা হিল্লোল সরকার, উপদেষ্টা জাহাঙ্গীর আলম আফসারী, উপদেষ্টা শফিকুল ইসলাম, উপদেষ্টা এম. এ লতিফ লাঞ্জুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রক্তের বন্ধন ঝাউগড়া শাখা প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে বেশ সফলতা অর্জন করেছে। গত দুই বছরে তারা স্থানীয়দের মাঝে ব্যাপকহারে রক্তদান বিষয়ে জনসচেতনতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এক হাজার ব্যাগ রক্তদান অতিক্রম করেছে। আগামী দিনেও সংগঠনের স্বেচ্ছাসেবকদের মুমূর্ষু মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখা ও সমাজের বিত্তবানদের তাদের সহয়তায় এগিয়ে আসার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে রক্তের বন্ধন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহ সভাপতি হামিদুল হক সীমান্ত, জুয়েল রানা, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, তরুণ বিজ্ঞানী তৌহিদুল ইসলাম তাপস, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সাবেক সভাপতি সুলায়মান হোসেন সেলিম, বিশেষ অর্থদাতা হাফিজুর রহমান, ফকরুল ইসলাম, কাউসার সরকার, সাইফুল ইসলাম সেলিম, মোজাফফর হোসেন, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সাধারণ সম্পাদক নবীন ইসলাম, কোষাধ্যক্ষ নাঈম, দপ্তর সম্পাদক আবু ইউসুফ, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন বাপ্পী, কোষাধ্যক্ষ মেহেদী হাসান কনক, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।