রশিদপুর ইউনিয়নে শিক্ষার্থী ইমাম ও ব্যবসায়ীদের নিয়ে বিট পুলিশিং সভা

এমএইচ রশীদ : জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারস্থ কুরসিপুর উচ্চ বিদ্যালয় হল রুমে গত ১ জুলাই দুপুর দুইটা থেকে ” বিট পুলিশিং বাড়ি বাড়ি সুস্থ সবল সমাজ গড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক ইভটিজিং বাল্য বিয়ে প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবিরের সভাপতি কে ও উপজেলা যুবলীগের লুৎফর রহমানের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ, নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনসার কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান বিএসসি, ১৫ নং রশিদপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আনিসুর রহমান, তুলসীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম জাহাঙ্গীর আলম লিচু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক এস এম সারোয়ার হোসেন মিস্টার সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এই বিট পুলিশিং সভা তিন স্তরে অনুষ্ঠিত হয় যেমন তুলসীপুর উচ্চ বিদ্যালয় ও তুলসীপুর বালিকা বিদ্যালয় এর শিক্ষার্থীদের নিয়ে, এরপর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে এবং পরিশেষে তুলসীপুর বাজারের সর্বস্তরের ব্যবসায়ী সহ সুধীজনদের নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা শেষে বিট পুলিশিং সভা শেষ করেন।