রহিম ফাউন্ডেশন এর উদ্যোগে রাস্তার দুই ধরে তালগাছ রোপন

মোহাম্মদ আলী : মানুষের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার দুই ধারে তালগাছ রোপন করল রহিম ফাউণ্ডেশন।
বৃহস্পতিবার, ফাউন্ডেশনটির অর্থায়নে জামালপুর পৌর এলাকার পাথালিয়া রহিম চত্বর থেকে শুরু করে কম্পুর পর্যন্ত রাস্তার দুই ধারে শতাধিক তালগাছ রোপন করা হয়েছে। কার্যক্রমটি বাস্তবায়ন করছে ফেসবুক গ্রুপ” আমাদের পাথালিয়া”।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে রহিম ফাউণ্ডেশনের ডিরেক্টর, সামা জামিলা রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, আব্দুল্লাহ আল মামুন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর থানার উপ-পরিদর্শক, শাহিনুর রহমান, সায়মা জামিলা রহিম ও সামছুন্নাহার বেগম।
বক্তব্য রাখেন, আব্দুল মোতালেব চাঁন, মোহাম্মদ আলী, দিদারুল ইসলাম, লিয়াকত হোসেন, এসকে সাদি রাসেল, জাহিদুল ইসলাম, রিপন ও শাহজাদাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির মনোজ্ঞ সঞ্চালনা করেন, ফেসবুক গ্রুপ আমাদের পাথালিয়া এর প্রতিষ্ঠাতা ও এডমিন, রাসেল মিয়া। উপস্থাপনায় সোহানুর রহমান সোহান।
এলাকাবাসী জানান, তালগাছগুলো যখন বড় হবে তখন এর সুফল ভোগ করবে মানুষ ও পরিবেশে। বাড়বে রাস্তারটির সৌন্দর্য। বজ্রপাত থেকে রেহাই পাবে ক্ষেত খামারে কাজ করা কৃষকের প্রাণ।