তারিকুল ইসলাম তারা : কুড়িগ্রামের রাজিবপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী মণ্ডলপাড়া গ্রামের এক কৃষকের একটি গরু অসুস্থ হয়ে পড়ে। পরে কৃষক স্থানীয় এক মাদ্রাসার হুজুরকে ডেকে গরুটি জবাই করেন। জবাই শেষে শিবেরডাঙ্গী বাজারের কসাই বাদল শেখের সঙ্গে যোগাযোগ করে কম দামে গরুর মাংসটি বিক্রি করে দেন। বাদল কসাই সেই মাংস তার দোকানে এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে উপজেলা প্রাণিসম্পদ অফিসারকে খবর দেন। খবর পেয়ে প্রাণিসম্পদ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংস পরীক্ষা করেন। পরীক্ষার পর তিনি মাংসগুলোকে মানবভোজ্য নয় বলে ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই বাদল শেখকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত সব মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, “অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বাজারে স্বাস্থ্যসম্মতভাবে মাংস বিক্রির জন্য কসাইদের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
রাজিবপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির সময় কসাইয়ের ৫ হাজার টাকা জরিমানা
