নিজস্ব প্রতিনিধি : “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২৫।
শনিবার ৮ মার্চ সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি রাজিবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু। সভায় বক্তব্য রাখেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস। রাজিবপুর থানার এসআই বাবুল হোসেন, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইন্সট্রাক্টর সৈয়দা সোনিয়া ইয়ামিন, রাজিবপুরের সিনিয়র সাংবাদিক আতাউর রহমান এবং বিভিন্ন এলাকা থেকে আসা মা-বোন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা, সমতা ও অর্থনৈতিক মুক্তির বিষয়ে গুরুত্ব দেন। তারা বলেন, সমাজের উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য দূর করা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করা ও শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে নারীর অবদান আরও সুদৃঢ় করাই এ দিবসের মূল লক্ষ্য। সভায় বক্তারা বলেন, শুধু সরকার বা কিছুসংখ্যক ব্যক্তি নয়, বরং পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানসমূহকে একসঙ্গে কাজ করতে হবে। নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মদনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফি। এ সময় আরো উপস্থিত ছিলেন সামছুজোহা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। শিক্ষার্থী, কর্মজীবী নারী, গৃহিণীসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে। অনুষ্ঠানের আয়োজকরা বলেন, শুধু ৮ মার্চ নয়, সারা বছর জুড়েই নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমতার লক্ষ্যে কাজ করতে হবে। তাহলেই একটি উন্নত ও সাম্যের সমাজ গড়ে তোলা সম্ভব হবে। রাজিবপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপনের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন ও সমতার বিষয়ে জনসচেতনতা তৈরি হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, নারীরা আরও স্বাবলম্বী হয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থান সুদৃঢ় করবেন এবং সমতার ভিত্তিতে একটি উন্নত দেশ গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
রাজিবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
