রাজিবপুরে রোমাঞ্চ রশ্মি চাইল্ড কেয়ার একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ


তারিকুল ইসলাম তারা : ২০২৪ সালের বার্ষিক ফলাফল প্রকাশিত হয়েছে। কুড়িগ্রামের রাজিবপুরে পহেলা জানুয়ারি, ২০২৫—উৎসবমুখর পরিবেশে রোমাঞ্চ রশ্মি চাইল্ড কেয়ার একাডেমির ২০২৪ সালের বার্ষিক ফলাফল প্রকাশিত হয়েছে। একাডেমি প্রাঙ্গণে সকাল ১০টা ৩০ মিনিটে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন রাজিবপুর সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া এবং শিক্ষাবিদ আকায়েত মাস্টার। শিক্ষার্থীদের সাফল্য: রোমাঞ্চ রশ্মি চাইল্ড কেয়ার একাডেমি এ বছর দুর্দান্ত ফলাফল অর্জন করেছে। ট্যালেন্ট পুলে বৃত্তি: ৪ জন, সাধারণ বৃত্তি: ৭ জন, মোট বৃত্তি প্রাপ্ত: ১১ জন। অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের এই অর্জনে আনন্দিত হয়ে বলেন, এই সাফল্য আমাদের শিক্ষার মানের প্রমাণ। এটি শুধু একাডেমির মর্যাদা বৃদ্ধি করবে না, বরং আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। আমরা শিক্ষার মান উন্নয়নে সবসময় প্রতিশ্র“তিবদ্ধ।” ফলাফল ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান একাডেমির কর্তৃপক্ষ। উৎসবমুখর এই আয়োজন একাডেমির সাফল্যের প্রতীক হিসেবে আরও একবার প্রমাণ করল, রোমাঞ্চ রশ্মি চাইল্ড কেয়ার একাডেমি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সবার কাছে উদাহরণ