রায়পুরে ইউএনও’র সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ ইউএনও এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল জাব্বার ফরিদ, সাধারণ সম্পাদক শিপন পাটোয়ারী, প্রভাষক আখতার হোসাইন খান, রফিক উল্লাহ সোহাগ, জাকির হোসেন দিদার, শাহপরান আরিফ, ইয়াছিন বেপারী আমিন, নাহিদুর রহমান দুলালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনায় উন্নয়ন, আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, চিকিৎসা সেবা ও সামাজিক সমস্যা নিয়ে মতামত প্রদান করা হয়।

ইউএনও সভায় বলেন, উপজেলা প্রশাসন স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি কিশোর গ্যাং, মাদক, পরিবেশ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।