নাহিদুর রহমান দুলাল (রায়পুর, লক্ষীপুর ) আসন্ন রায়পুর পৌর বিএনপির কমিটি নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক বিপ্লবী ছাত্রনেতা মোহাম্মদ ইমরান হোসেন (হিরা)। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই রায়পুরে বিএনপির অভ্যন্তরীণ নির্বাচনী উচ্ছ্বাস চোখে পড়ছে। প্রার্থী ইমরান হোসেন হিরা বলেন, “সততা, সত্যবাদিতা, সৃজনশীলতা এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দলকে এগিয়ে নিয়ে যাব। স্পষ্ট ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি দিয়ে রায়পুর পৌর বিএনপিকে শক্তিশালী করাই আমার লক্ষ্য। তিনি আরও বলেন, আমি রায়পুর পৌর জাতীয়তাবাদী দলের সকল সমর্থক ও সদস্যদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আপনাদের বিশ্বাসই হবে আমার শক্তি।”
স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগে জানা যায়, ইমরান হোসেন হিরা দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সক্রিয় রাখার চেষ্টা করেছেন।