রাষ্ট্রের প্রতিটি সেক্টরে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে

নিজস্ব সংবাদদাতা : গণতন্ত্রমঞ্চের শীর্ষনেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, পাকিস্তান থেকে বাংলাদেশ করলাম আমরা। এই বাংলাদেশের মধ্য দিয়ে ৫৩ বছরে দেশে কোন পরিবর্তন আসেনি। সেইজন্য আমরা গণতন্ত্রমঞ্চ একটি গুণগত পরিবর্তনের কথা বলে আমরা সংস্কারের প্রস্তাব নিয়ে আসলাম। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে এবং সরকারের পরিবর্তন করতে হবে। এটিই আমাদের মূল শ্লোগান ছিল।
গতকাল মঙ্গলবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় শহরের সকাল বাজারস্থ ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমরা প্রথমেই বললাম ভোটের অধিকার আগে প্রতিষ্ঠিত করতে হবে। এই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনই ৫ আগস্টের গণঅভ্যুত্থান। আমরা হিন্দুদের সঙ্গে, অন্য ধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাগর রুনির মামলা ১১৯ বার পিছিয়ে গেল। এখন পর্যন্ত সেই মামলার চার্জশিট দেওয়া হয় নাই। আমি ড. আসিফ নজরুলকে বলেছি, এখন তো আর কোন বাধা নেই সাগর- রুনির বিচার করতে।ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাসানুজ্জামান তালুকদার বাদলের সভাপতিত্বে ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় জামালপুর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।