গতকাল ৩ মে (শনিবার) বিকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামিক ইনটেলেকচুয়াল ফোরাম কর্তৃক ‘রাষ্ট্র সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ও নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ড. এমরানুল হক (র.) এর স্মৃতিচারণ ও দু’আ অনুষ্ঠিত হয়। ড. প্রফেসর. রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল হাসান মু. সাদেক, মাও. খলিলুর রহমান নেছারাবাদী, মাও. মাহমুদুল হাসান পীর সাহেব মোকামিয়া, মাও. আবু জাফর সাদেক, শায়েখ আবু সাঈদ সালাফী, ইসলামিক স্কলার শায়খ জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন,ড. ঈসা সাহেদী, ড. নাজিম উদ্দিন, মাও. আবুল কালাম আজাদ, মিডিয়া ব্যাক্তিত্ব মাও. লুৎফর রহমান, মুফতি ডা. আব্দুস সালাম,মাও. রেদওয়ানুল্লাহ রাইয়ান, মো. আমজাদ হোসাইন, জাওহার ইকবাল খান, মাও বদিউল আলম সরকার, প্রফেসর মুসা খান, মাও. মহিউদ্দিন, মাও. ছাইফুর রহমান ছাইদি মিডিয়া ব্যাক্তিত্ব শাহ্ মো. শামছুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে দেশ বরেণ্য শিক্ষাবিদ, পীর মাশায়েখ ও উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। মুহাম্মাদ আবু জাফর সালেহী প্রবন্ধ উপস্থাপন করেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সার্বিক পরিচালনায়, হাফেজ কাজী মারুফ বিল্লাহর সঞ্চালনায় বক্তাগন বলেন-
১. দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় স্রষ্টার আইনে রাষ্ট্র মেরামতে ল” কমিশন ঢেলে সাজানো একান্ত অপরিহার্য।
২. নারী কমিশনে একতরফা অনৈতিক সুবিধা নিতে ইসলামের মিরাসী আইনে হাত দিয়েছে যা কোন মুমিন মানতে পারেনা এবং সমকামিতা ও অবাধ যৌনাচারের সুযোগ সৃষ্টি করতে যৌনকর্মে উৎসাহিত করে মুসলিম সভ্যতা ধ্বংসের পায়তারা চালিয়েছে -কাজেই এই কমিশন বাতিল করতে হবে।
৩. পরকালের জবাব দিহিতার আলোকে মানবতার সেবা ও সমাজ বিনির্মানে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়েজন।
৪. দেশের সকল সেক্টর ও সর্বত্র ন্যায় বিচার কায়েম দেশের উন্নয়নে স্কলার আলেমদের নিযুক্ত করাআবশ্যক।
৫. চুরি ডাকাতি সুদ ঘুষ খুন রাহাজানি সহ সকল পর্যায়ে দূর্নীতি অনিয়ম বন্ধ করতে আল্লাহ প্রদত্ত আইনের প্রয়োগ ছাড়া বিকল্প নাই।
৬. বিদেশি প্রভুদের গোলামী মুক্ত রাজনীতি চাই, মনে রাখতে হবে: সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক।
৭. সকল যুবক দের যোগ্যতা অনুসারে কর্মসংস্থান সৃষ্টি, স্বল্প খরচে বিদেশ পাঠানো রব্যবস্থাা করা এবং বিনা সুদে ক্ষুদ্র ঋন প্রকল্পচালু
৮. শ্রমিকদের ন্যয্য পাওনা / অধিকার নিশ্চিত কওে মালিক শ্রমিক সম্পর্ক হতে হবে সামঞ্জস্যপূর্ন।
৯. চিকিৎসা ব্যবস্থাকে বানিজ্য মুক্ত করে সেবার আওতায় আনতে হবে।
১০. শিক্ষানীতি মালা হবে ” দ্বীন ও আধুনিক প্রযুক্তির অনন্য সমন্বয়ে।
১১. সকল গন হত্যার বিচার ও জুলাই বিপ্লবে বীর শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আহত/ ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা।
১২. নির্বাচন কমিশনের সংস্কার জরুরি, যেনতেন জনসমর্থন হীন দলের নিবন্ধন নয় : প্রক্রিয়া ও সহজী করন করতে হবে, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।
মরহুম ড. এমরানুল হকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
‘রাষ্ট্র সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা – ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের
