রুপনগর থানা বিএনপির আহবায়ক শোয়েব খান দেখতে গেলেন সৈয়দা দিলারা পলি

রুপনগর থানা বিএনপির আহবায়ক শোয়েব খানকে ডেলটা হাসপাতালে শনিবার  (১৭ মে) দেখতে গেলেন পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব সৈয়দা দিলারা পলি বেগমের নেতৃত্বে যুগ্ন আহবায়ক নুরুন্নাহার মলি,যুগ্ন আহবায়ক মুক্তা, ৩ নং ওয়ার্ডের সদস্য সচিব সেলিনা বেগম ৬ নং ওয়ার্ডের আহ্বায়ক জুলেখা ।এছাড়া  আরো উপস্থিত ছিলেন মহিলা নেত্রী,  প্রাপ্তি, শেফালী, সেলিনা, আসমা, আখি, সেলি প্রমুখ।