রেফারি নিয়ে মন্তব্যে মোহামেডানকে শোকজ

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান ১০ জন নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়েছে। ম্যাচের ২৫ মিনিটে মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন লাল কার্ড দেখেন। মাঠ ছাড়ার সময় তিনি ঐ ম্যাচের রেফারি সায়মন সানির উদ্দেশ্য অসম্মানজনক মন্তব্য করেন। 

রেফারিজ রিপোর্টের ভিত্তিতে বাফুফে ১২ ডিসেম্বরের মধ্যে মোহামেডান ক্লাবকে জবাব দিতে বলেছে, কেন সুজন ও মোহামেডানের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। 

রেফারিজ রিপোর্ট গোপনীয় বিষয়। তবে মোহামেডানকে দেয়া বাফুফের চিঠিতে আর গোপনীয় থাকেনি। রেফারিজ রিপোর্টে উল্লিখিত সুজনের মন্তব্য বাফুফে ব্র্যাকেটে উদ্ধৃত করেছে। মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদকে দেয়া চিঠিতে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার রেফারিজ রিপোর্ট থেকে সুজনের মন্তব্য উদ্ধৃত করেছেন এভাবে,  ‘বসুন্ধরা কিংস হইতে টাকা খাইয়া মোহামেডানকে হারাইতে আসছেন, আপনারা সব রেফারিরা কিংস থেকে বান্ডিল নেন।’

সুজন ফাউল করায় লাল কার্ড দেখেছেন। স্বাভাবিকভাবেই আগামী ম্যাচে খেলতে পারবেন না। রেফারিকে নিয়ে এমন মন্তব্য করায় এখন বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে উঠবে অধিক শাস্তির জন্য। 

মোহামেডান-কিংস ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপে কিংস অ্যারেনায় সমর্থকরা রং ছুড়ে। যা ম্যাচ কমিশনার রিপোর্টে ছিল। সেই ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও বাফুফের ডিসিপ্লিনারি কমিটি কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। 

মোহামেডান এক গোলে এগিয়ে থেকে চ্যালেঞ্জ কাপে তিন গোলে হেরেছিল। সেই হারের জন্য রং ছোড়াকে দায়ী করেছিল। মোহামেডান সেই ঘটনার প্রেক্ষিতে কিংস অ্যারেনায় না খেলার হুমকি দিয়ে বাফুফেতে চিঠি দেয়। বাফুফে বিষয়টি এখনো সুরাহা করেনি। এর মধ্যে আগামীকাল কিংস অ্যারেনায় ফেডারেশন কাপে রহমতগঞ্জের বিপক্ষে খেলা পড়ায় খেলতে হচ্ছে সাদাকালোদের।