রৌমারী ও রাজিবপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

রৌমারী সংবাদদাতা ; জেলা প্রশাসক রৌমারী উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন। গতকাল ৮ জুলাই মঙ্গলবার সকাল ৯ টায় নুসরাত সুলতানা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কুড়িগ্রাম রৌমারীতে পরিদর্শনে আসেন। এই পরিদর্শনের মাধ্যমে তিনি অফিসের কার্যক্রম এবং সেখানকার কর্মকর্তাদের কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হন।
নুসরাত সুলতানা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কুড়িগ্রাম এর জুলাই ২০২৫ পরিকল্পনা পরিদর্শনসূচী অনুযায়ী
রৌমারী উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শনে সকাল সাড়ে ১০ টায় রৌমারী থানা, দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিস, রৌমারী উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একটি প্রাথমিক বিদ্যালয়, চররাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একটি ইউনিয়ন পরিষদ ও একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরে কর্মকর্তাদের সাথে বিভিন্ন কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।