রৌমারী সংবাদদাতা : ২০০৬ সালের ২৮ অক্টোবর মাসে বিএনপি সরকারের বিদায় বেলা। অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি কেএম হাসান যাতে তত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সে জন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তখন তুমুল আন্দোলন চালায়। একই দিন ২৮ অক্টোবর পল্টন বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা লগী বৈঠা, আগ্নেয়াস্ত্র, লোহার রড, রামদা, ছোরা, লাঠিসহ নানা অস্ত্রে সজ্জিত হয়ে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে সশস্ত্র হামলা চালায় এবং নেতাকর্মীদের পিটিয়ে ও গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করে।
সেই সময় নৃশংসভাবে হত্যাকান্ডের বিরুদ্ধে বিচারের দাবীতে সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হলেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করতে পারেনি। সেইদিনের নৃশংসহত্যা শুধু জামায়াতী ইসলামকে করেনি। করেছে গণতন্ত্রকেও হত্যা। দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত করা হয়েছিল। তাই ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার লক্ষে গতকাল ২৮ অক্টোবর বিকাল ৩ টায় রৌমারী শহীদ মিনার চত্তরে বাংলাদেশ জামায়াতী ইসলামীর রৌমারী উপজেলার শাখার আয়োজনে, নায়েবে আমীর মাও. সামছুল আলমের সভাপতিত্বে ও প্রধান অতিথি উপজেলা জামায়াতী ইসলামের আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাকের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাদত হোসেন সাধারণ সম্পাদক উপজেলা জামায়াতী ইসলামসহ আরোও অনেকেই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ হায়দার আলী উপজেলা শুরা কর্ম পরিষদ, আশিকুর রহমান (সাবেক) ছাত্র শিবির কেন্দ্রীয় তথ্য সম্পাদক, মাওঃ মোকছেদ আলী উপজেলা শুরা কর্ম পরিষদসহ অন্যান্য নেতৃবৃন্দ।