রৌমারীতে ক্লিনিক কর্মস্থলে ফাঁকি, অসুস্থ্য রোগীরা সেবা থেকে বঞ্চিত

রৌমারী সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারী বন্দবেড় ইউনিয়নের টাপুরচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি কর্মস্থল ফাঁকি দেয়ার অভিযোগ। এলাকাবাসী ও অসুস্থ্য রোগীরা সেবা থেকে বঞ্চিত।
এলাকাবাসী ও অসহায় অসুস্থ্য রোগীদের অভিযোগে জানা যায়, বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজার সংলগ্ন টাপুরচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আব্দুল ওয়াদুদ ভূইয়া দীর্ঘদিন থেকে উপস্থিত দেখা যায় না। মাঝে মঝে দরজা খুলে খাতা সহি করে যায়। এলাকার অসহায় অসুস্থ্য রোগীরা ঔষুধ নিতে এসে ফেরত যেতে হয়। তারা বলেন, ওয়াদুদ ভূইয়া বিগত আওয়ামী লীগের বন্দবেড় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ক্লিনিকে উপস্থিতি ফাঁকি দিচ্ছে। এতে এলাকার অসহায় অসুস্থ্য রোগীরা ঔষধ নিতে না পেরে অসহায় হয়ে পরেছে। অপরদিকে স্বাস্থ্য সহকারি আবু হানিফের সপ্তাহে ৩ দিন দ্বায়িত্ব পালনের কথা থাকলেও সে নানা অজুহাতে অফিস ফাঁকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে সিএইচসিপি আব্দুল ওয়াদুদ বলেন, আমার একটি মামলা রয়েছে, ঢাকা হাই কোর্টে এসেছি। জামিন হলেই নিয়মিত অফিস করবো। স্বাস্থ্য সহকারি আবু হানিফ বলেন, আমার প্রতি সপ্তাহের প্রতিদিনে টিকা দেয়ার কাজে ব্যস্ত থাকি। তবে মাঝে মাঝে যাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ বলেন, বিষয়টি আমি জানি। তবে সেখানে কিছু জটিলতাটা আছে।