রৌমারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ সর্মসূচী

রৌমারী সংবাদদাতা : তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুথ্যানের বর্ষপুর্তি পালন, আমার চোখে জুলাই বিপ্লব প্রতিপাদ্দ্যের উপর শহিদদের স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ কর্মসূচী পালিত হয়। গতকাল ৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদারের সভাপতিত্বে বাস্তবায়ন ও অর্থায়নে জেলা পরিষদ, স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম, সার্বিক সহযোগীতয় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাক্তার আব্দুস সামাদ পঃপঃ কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার মহসীন, ডাক্তার আরাফাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারি ও স্থানীয় এলাকাবাসী।
তারা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার মধ্যে প্রত্যন্ত অঞ্চল বেছে নিয়ে বিনামূল্যে ঔষুধ বিতরণের কথা বলা হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক উপজেলার মধ্যে সবচাইতে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা ইটালুকান্দা গ্রাম। সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে সরকারি ভাবে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হচ্ছে। আমরা জেলা প্রশাসককে জানাবো এলাকায় আজকের পর যেন আবারও এমন চিকিৎসা পায়।