রৌমারীতে ফ্রেন্ডশিপের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রৌমারী সংবাদদাতা : রৌমারীতে বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ কর্তৃক সদস্যদের সাথে পারস্পারিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরমেশন এন্ড কেপাসিটি বিল্ডিং অফ ফ্লাড ভোলান্টিয়ার ইন দি নরদেন চর ইসল্যান্ড অফ বাংলাদেশ প্রকল্পের উদ্দ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। ২৫ এপ্রিল বুধবার সকালে রৌমারী ফ্রেন্ডশিপ আঞ্চলিক অফিসের হলরুমে আঞ্চলিক সমন্বয়ক কেএম সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইউম চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কেএম ডাক্তার হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা, রৌমারী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ শৌলমারী ও রৌমারী ইউনিয়নের ৩০ টি গ্রাম থেকে সেচ্ছাসেবক, দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভাপতিগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাটি পরিচালনা করেন, প্রকল্প ব্যবস্থাপক উজ্জল দিত্ত। সঞ্চালনায় ছিলেন, নন্দ দুলাল রায়।