রৌমারী সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সাথে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিবিজিএমএস ও পিএসসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১১ এপ্রিল বিকেল ৫টার বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনস্থ উপজেলার দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের কাছে সীমান্ত চোরাচালানসহ অপরাধমূলক কাজ বন্ধের জন্য সহযোগিতা চান তিনি। মতবিনিময় সভা শেষে সীমান্ত এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় স্থানীয় জনসাধারণদের অবৈধভাবে সীমান্ত পারাপার ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত না হয়ে চোরাচালান প্রতিরোধ করার বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য প্রেষণা প্রদান তিনি। মতবিনিময় সভায় বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসি, দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার কায়সার আমির, সাংবাদিক জিতেন চন্দ্র দাস, রেজাউল ইসলাম রেজা, সাখাওয়াত হোসেন, বেলাল হোসেন, মাসুদ পারভেজ রুবেল, মাসুদ রানা, শফিকুল ইসলাম, শওকত আলী মন্ডল, কায়সার লেবু, একেএম হাসানুজ্জামান।
রৌমারীতে বিজিবির সেক্টর কমান্ডারে সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
