রৌমারীতে ভ্রাম্যমান আদালতে ভেকু মালিককে ১ বছরের জেল ১ লক্ষ টাকা জরিমানা

Exif_JPEG_420

রৌমারী সংবাদদাতা ; রৌমারীর বিভিন্ন নদ-নদী ও সরেজমিন থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভেকু (এক্সিলেভেটর) মালিককে ১ বছরের কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়েছে। ২৩ জুলাই বুধবার বেলা ৩ টায় রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উজ্জল কুমার হালদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ জনকে কারাদন্ড দেন। আটককৃত মিজানুর রহমান রাজিবপুর উপজেলার পশ্চিম কারিগড় পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়নের ২২ পাড়া ব্রম্মপুত্র সংলগ্ন হলহলিয়া নদীর এলাকায় মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যাক্তিকে অবৈধ ভেকু দিয়ে বালু উত্তোলনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল। অপরদিকে একই সময়ে অবৈধভাবে বালু উত্তোলনে পরিবহনে মাহিন্দ্র ট্রাক্টর (কাকড়া) গাড়িসহ চালক উত্তর বাগুয়ারচর গ্রামের নজরুলের ছেলে সেলিম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বালু সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করা হবে।