রৌমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

রৌমারী সংবাদদাতা : রৌমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে গত শনিবার ৯ আগষ্ট বিকেল ৩টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধায়নে ও সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা সদস্য আলহাজ¦ আজিজুর রহমান, বিশেষ অতিথি রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, রাজু আহমেদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কলিম চাঁন, সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য সচিব ফারুক আহমেদ বাবু প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় রংপুর ফুটবল একাদশ বনাম ইকবাল ফাইটার্স কুড়িগ্রাম সদর ফুটবল একাদশ। এতে ৩-০ গোলে জয়লাভ করেন ইকবাল ফাইটার্স কুড়িগ্রাম সদর ফুটবল একাদশ।