রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার শূন্য : চিকিৎসেবা ব্যহত

রৌমারী সংবাদদাতা : রৌমারী উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্্ের ডাক্তার শুন্য ও জনবল সঙ্কটে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। অপ্রতুল জনবল নিয়ে হাসপাতাল পরিচালনা ও চিকিৎসা প্রদানে চাপে রয়েছে কর্তৃপক্ষ। তবে চিকিৎসক কর্মচারী সঙ্কটের বিষয়টি মাথায় নিয়েও রোগিদের কাঙ্খিত সেবা প্রদানে যথাসাধ্য কাজ করছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান। জানা গেছে, হাসপাতালটিতে মোট ১৪৬ জন পদের বিপরিতে কর্মরত রয়েছে ৮৫ জন। শুন্য পদের সংখ্যা ৬১ জন। এর মধ্যে ১ম শ্রেণী সিনিয়র, জুনিয়ার ডাক্তার ও কনসালটেন্ট পদ মোট ২৫ টি পদের স্থলে রয়েছেন পঃপঃ কর্মকর্তা ১জন, ২য় শ্রেণীর নার্স ও মিডওয়াইফ পদে ২৬ জনের স্থলে কর্মরত রয়েছেন ২৪ জন, তৃতীয় শ্রেণীর পদে ৬৪ জনের স্থলে কর্মরত রয়েছেন ৪৪ জন, ৪র্থ শ্রেণীর পদ ১৯ জনের স্থলে কর্মরত রয়েছেন ৭ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান বলেন, আমরা প্রতিদিন আউটডোরে প্রায় ৩শত রোগী দেখছি। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ৫০ জনের স্থলে ৬০/৭০ জনের অধিক রোগী ভর্তি থাকে। হাসপাতালে ডাক্তার না থাকার কারনে প্রশাসনিক কাজের পাশাপাশি নিয়মিত ওয়অর্ডে ও অফিসে রোগি দেখি। তবে ডাক্তার ও জনবল সঙ্কটের কারনে একমাত্র চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। তবে চিকিৎসক সঙ্কটের বিষয়ে উর্দ্ধোতন কর্তৃপক্ষের নিটক জানানো হয়েছে। এর মধ্যে ২জন ডাক্তার রৌমারী হাসপাতালে পোষ্টিং দিলেও এখনো আসেনি।