রৌমারী সীমান্তে বিজিবির হাতে মাদকসহ আটক ২

রৌমারী সংবাদদাতা : জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমানের নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও ট্যাবলেটসহ ২ জন আটক করে রৌমারী থানায় সোপর্দ করেছে বিজিবি।
গত ১২ ও ১৩ অক্টোবর রবিবার ও সোমবার মাদক চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনায় এ আটকের ঘটনা ঘটে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, উপজেলার বড়াইবাড়ি সীমান্তে দিবাগত রাত সোয়া ৯ টায় বড়াইবাড়ি বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১০৬৮ এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর নামক স্থানে ভারতীয় মদ ১৮ বোতল, সাইপ্রোহেপ ও টাডিন ট্যাবলেট ২০০ পিছ, ডেক্সট্রা মেথাসন ট্যাবলেট ৩০০ পিছ। সোমবার রাত পনে ৪ টায় পাথরেরচর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১০৭৭ এমপি হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাথরেরচর নামক স্থান হতে ভারতীয় মদ ৬ বোতল, এ্যামলোকিন্ড ট্যাবলেট ১২০০ পিছ, এবং সোমবার সকাল সাড়ে ৯ টায় রৌমারী বিওপির সীমান্ত পিলার ১০৬৪ এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপারী পাড়া নামক স্থান হতে ভারতীয় ইয়াবা ১০২ পিছ, বাটন মোবাইল ফোন ২টিসহ চিলমারী উপজেলার থানা হাট হাজি পাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মনোয়ারুল ইসলাম (২৭) ও মৃত আব্দুর রহমান লাল মিয়ার ছেলে নুর আলম (৩৯) নামের ২ জন আসামী আটক করে রৌমারী থানায় সোপর্দ করেছে। বিজিবি বলেন, মাদকের বিরু্েদ্ধ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।