লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা-আলী আকবর গ্রেপ্তার

জুলাই অভ্যুত্থানে লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা  রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আকবর কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোররাতে রামগঞ্জ ও রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।পুলিশ জানায়, গত চার আগস্টে লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় আহত হয় কয়েক শ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা হয়। এর মধ্যে ছাত্র সমন্বয়ক আবদুল মতিন বাদী হয়ে একটি বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় রায়পুর পৌরসভা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আকবর গ্রেপ্তার করা হয়।

রায়পুর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন। ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।