লম্বা সময় পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সিতে আজ অভিষেক হচ্ছে এই বাংলাদেশি অলরাউন্ডারের।
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পেশোয়ার জালমি। ফলে টস হেরে আগে ব্যাটিং করবে লাহোর কালান্দার্স। একাদশে রয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টা ৫০ মিনিটে।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। সময় নষ্ট হওয়ায় ম্যাচের প্রতি ইনিংস হবে ১৩ ওভারে। তিনজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বোলিং করতে পারবেন আর দুজন বোলার করতে পারবেন দুই ওভার করে। এ ছাড়া ১-৪ ওভার রাখা হয়েছে পাওয়ার প্লে।
বর্তমানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে লাহোর। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পেশোয়ার আছে পাঁচ নম্বরে। এই ম্যাচ জিততে পারলে ১১ পয়েন্ট নিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নেবে সাকিবের লাহোর। বিপরীতে এই ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাবর আজমের পেশোয়ার।
ফখর জামান, মুহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, সিকান্দার রাজা, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।