লেঃ কর্ণেল পদে পদোন্নতি পেলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনপিনেতা শামীম আহমেদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের গ্রেড-১ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্ণেল পদে পদোন্নতি পেয়েছেন।
জানা গেছে, গত ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০- এর চ্যাপটার ওওও ও অ্যাপেন্ডিক্স ঠওও এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস (রুলস) এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মেজর পদবীর কর্মকর্তাকে লেঃ কর্ণেল পদে পদোন্নতি প্রদান করা হয়।
২৮ অক্টোবর বিএনসিসি’র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মিজান ও রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল কাদের প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে তার লেঃ কর্ণেল পদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
উল্লেখ্য, তিনি ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী থেকে প্রি কমিশন কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি রমনা রেজিমেন্টে ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে গ্রেড-১ প্রফেসর। এছাড়াও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন।
এদিকে প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্ণেল পদে পদোন্নতি পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জামালপুর জেলা শাখার অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। তিনি এক শুভেচ্ছা বার্তায় প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর পেশাগত দায়িত্ব পালনে সফলতা এবং তার সার্বিক মঙ্গল কামনা করেছেন।