নিজস্ব সংবাদদাতা ; জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শরিফপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি জেলা বিএনপির সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিক।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বিন্দু, সাবেক প্রধান শিক্ষক আবুল হাসেম, ওয়ার্ড বিএনপির সভাপিত নজরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের প্রায় আট শতাধিক ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ উচ্ছ্বাসের সাথে ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথীরা।
শরিফপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
