শরিফপুর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আমজাদ হোসেন মল্লিককে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা ; জামালপুর সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি আমজাদ হোসেন মল্লিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় অডিটরিয়ামে সংবর্ধনা দেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানের শুরুতে শরিফপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি আমজাদ হোসেন মল্লিক।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছসেবক দলের সহসভাপতি আব্দুর রউফ, জেলা ট্রাক ট্যাংকলড়ী মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন মল্লিক আপেল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আহম্মদ মেম্বার, ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, ইউপি সদস্য গোলাম সোবাহানী লিটন, সৈয়দ বকুল মিয়াসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঐতিহ্যবাহী শরিফপুর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আমজাদ হোসেন মল্লিক দায়িত্ব নেওয়ায় খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
গত ১৭ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ আমজাদ হোসেন মল্লিককে সভাপতি করে চার সদস্যের শরিফপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেয়।
কমিটির অন্য সদস্যারা হলেন, সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বিন্দু, শিক্ষক প্রতিনিধি জাকির হোসেন ও অভিভাবক প্রতিনিধি আলামিন হোসেন।