বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ১৪ ডিসেম্বর ২০২৪ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বলেন,
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসরূপে আমরা উদযাপন করে আসছি। বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য পরিকল্পিতভাবে ১৯৭১ সালে ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদারবাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান এবং বুদ্ধিজীবীদেরকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে। এটি পৃথিবীর অন্যতম জঘন্য হত্যাকাণ্ডের একটি ঘটনা বাংলাদেশে ঘটেছিল। আমরা এই নির্মম জঘন্য হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা জাতির এই সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।