শাহবাজপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মঙ্গলবার খাদ্যবান্ধব কর্মসূচীর (১৫ টাকা কেজি) দরে চাউল বিতরণ করা হয়। জানা যায়, ডিলার নাছিরুল্লাহ রবিন খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ইউনিয়নে প্রায় ৫ শতাধিক কার্ডধারীদের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে ডিলার নাছিরুল্লাহ রবিন বলেন, সরকারের বিশেষ বরাদ্দে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি দরে ইউনিয়নের হতদরিদ্র কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।