শাহীন স্কুল মাদারগঞ্জ শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাদারগঞ্জ সংবাদদাতা ; শাহীন স্কুল জামালপুরের মাদারগঞ্জ শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শাহীন স্কুল মাদারগঞ্জ শাখার আয়োজনে বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাহীন শিক্ষা পরিবার জামালপুর এর আঞ্চলিক প্রধান আব্দুল গফুর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান আল মামুন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শাহীন শিক্ষা পরিবার টাঙ্গাইল এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম। বিশেষ অতিথি ছিলেন বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউজ্জামান তালুকদার,জোনাইল নয়াপাড়া ফাতেমা খান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুদ সরকার প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় শাহীন স্কুল মাদারগঞ্জ শাখার পরিচালক জহিরুল ইসলাম ও সাইফুল ইসলামসহ শিক্ষক কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।