শিক্ষায় সরকারি বেসরকারি বৈষম্য নিরসনে একমাত্র সমাধান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ

শিক্ষার বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া,সর্বজনীন বদলি বাধ্যতামূলক করার দাবি অধ্যক্ষ- উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের। ১৪ ই ডিসেম্বর সকালে পুরানা পল্টন আজাদ সেন্টারে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালায় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন অধ্যক্ষ ড. মো: মহিউদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুল হক, প্রধান শিক্ষক আবদুর রহীম সরকার, প্রধান শিক্ষক শেখ জসীম উদ্দীন, প্রধান শিক্ষক আবদুল মান্নান মন্নাফি, সহকারি অধ্যাপক মিজানুর রহমান,সহকারি অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ । সভায় অন্তর্বতীকালীন সরকারের নিকট নিম্ন লিখিত দাবি জানান হয়।
১. অবিলম্বে মাধ্যমিকে মহাপরিচালক, বোর্ড সমুহে চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক সহ শূন্য পদ পূরণ করে বোর্ড সমুহ সচল এবং কলেজে মাদরাসা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার দাবি জানান হয়।
২. নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসায় পরিদর্শনের নামে তিন এমপিও দুই এমপিওর টাকার দাবি বন্ধ করার দাবি জানান।
৩. এমপিও ভুক্তির জন্য মোটা অঙ্কের অর্থ না দিলে এমপিও ভুক্ত না করে শিক্ষক কর্মচারিদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় বন্ধ করার দাবি জানান
৪. অবিল্বে কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের সদস্যদের পদায়ন করে অবসর কল্যাণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে শিক্ষকদের সমস্যার সমাধানের দাবি জানান।
৫.  যে সমস্ত কলেজে অধ্যক্ষ নেই স্বৈরাচারী শাসনের অনেক জুনিয়র দলীয় ক্যাডারকে অধ্যক্ষ পদে বসিয়ে লুটপাট করেছেন ঐ সমস্ত কলেজে অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবি জানান
৬.  শিক্ষক প্রশিক্ষণ কলেজকে এমপিওভুক্ত করার দাবি জানান ও অনার্স পাঠদান কারি শিক্ষক কর্মচারিদের এমপিওভুক্ত করার ও দাবি জানান
৭. স্বৈরাচারী শেখ হাসিনার দোসর অধ্যক্ষ কর্তৃক শিক্ষক কর্মচারিদের হয়রানির নিন্দা জানান হয় এবং অভিযুক্ত??অধ্যক্ষদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
৮.  প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ দাবি জানানো হয়।
৯.  মাধ্যমিক বিদ্যালয় হেড মাওলানা ও সহকারি মৌলভী পূর্বে ছিল,পূর্বের ন্যায় হাই স্কুলে হেড মাওলানা ও সহকারী মৌলুভী নিয়োগ দানের দাবি জানানো হয়।।
১০. অবিলম্বে সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা বিষয় খোলার অনুমোদন ও ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।।
১১. গত ৪০ বছরে একটি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ৪৩১২ এমপিওভুক্ত করার অনুমোদন দিলে ও তা বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণ করার দাবি জানানো হয়।
১২. যুগের চাহিদা মেটাতে যে সমস্ত কলেজে অনার্স চালু করা যায় বা ঐ সমস্ত কলেজে অনার্স খোলার অনুমতি দিয়ে শিক্ষক নিয়োগ করার দাবি জানান হয় ।
১৩. ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষদের মানসম্মত স্কেল প্রদান করার দাবি জানানো হয়।
১৪.  আলিম মাদ্রাসার ন্যায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উপাধ্যক্ষ পদ সৃষ্টির দাবি জানানো হয়।
১৫. বরখাস্ত কৃত অধ্যক্ষ ড আবুল কালাম আজাদ উত্তারা,ড.মো: ইদ্রিস আলী ধানমন্ডি, অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আড়াইহাজার, অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান সিলেট,প্রভাষক কামাল উদ্দিন নিয়ামতি বরিশাল,অধ্যক্ষ ওবায়েদ উল্লাহ ঝালকাঠি, প্রাধান শিক্ষক আবু রায়হান কেরানীগঞ্জ সহ অন্যায় ভাবে বরখাস্ত কৃতদের পুন:বহালের দাবি জানানো হয়।
১৬. কমিটি প্রথা বিলুপ্ত/ বাতিল করে।সরকারি প্রতিষ্ঠানের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার দাবি জানানো হয়। এ সমস্ত সমস্যা সমাধানের জন্য শিক্ষায় বৈষম্য নিরসনের দাবিতে এক জোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।